ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শিক্ষকদের কর্মবিরতিতে অচল খুবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
শিক্ষকদের কর্মবিরতিতে অচল খুবি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: ঘোষিত অষ্টম জাতীয় পে-স্কেলে অসঙ্গতি নিরসনের দাবিতে শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচল হয়ে পড়েছে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি)।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১১ জানুয়ারি) সকাল থেকে খুবিতে এ কর্মসূচি পালন করছে শিক্ষক সমিতি।



এ উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. আহমেদ আহসানুজ্জামান সভাপতিত্বে খুবি ক্যাম্পাসে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষক সমিতির নেতারা।

সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো.  সারওয়ার জাহানের সঞ্চালনায় কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- প্রফেসর ড. মো. ইসমত কাদির, প্রফেসর মেহেদী হাসান মো. হেফজুর রহমান, প্রফেসর ড. মো. আব্দুল জব্বার, প্রফেসর ড. রেজাউল করিম, প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম, প্রফেসর ড. মোহাম্মদ বশীর আহমেদ, প্রফেসর ড. সাবিহা হক, প্রফেসর ড. মো. গোলাম রাক্কিবু, প্রফেসর ড. শামীম মাহবুবুল হক, প্রফেসর ড. শেখ মো. এনায়েতুল বাবর, প্রফেসর ড. শাহনেওয়াজ নাজিমুদ্দিন আহমেদ প্রমুখ।

কর্মসূচিতে সমিতির সদস্য ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।   

এদিকে, সকাল থেকেই খুবির সব একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। শিক্ষকদের কর্মবিরতির কারণে হয়নি কোনো ক্লাস ও পরীক্ষা।

এর আগে অষ্টম জাতীয় পে-স্কেলে বৈষম্য নিরসন এবং শিক্ষকদের অবমূল্যায়নের প্রতিবাদে ১১ জানুয়ারি থেকে সারাদেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় শিক্ষক সমিতি ফেডারেশন।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
এমআরএম/ওএইচ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।