ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

২৯টি কলেজে অনলাইনে ভর্তি প্রক্রিয়া শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, জুন ২০, ২০১১

ঢাকা: প্রথমবারের মতো দেশে সোমবার থেকে ২৯টি কলেজে একাদশ শ্রেণীতে অন লাইনে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে । ঢাকা শিক্ষাবোর্ডের অধীনে ১৯টি, কুমিল্লা শিক্ষা  বোর্ডের অধীনে ৯টি ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ১টি কলেজে মোট ১ লাখ ২৪ হাজার শিক্ষার্থী এ প্রক্রিয়ায় আবেদন করে।



ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে আবেদন করেছে ৯৫ হাজার শিক্ষার্থী। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফাহিমা খাতুন বাংলানিউজকে জানান, নীতিমালা অনুযায়ী  কলেজগুলোতে সুষ্ঠুভাবে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।

এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ৯ জুন পর্যন্ত অন লাইনে ভর্তির জন্য আবেদন করে। আগামী ২৮ জুন পর্যন্ত কলেজগুলোতে   ভর্তি প্রক্রিয়া চলবে। এরপরও কোন ছাত্র-ছাত্রী ভর্তি হতে চাইলে বিলম্ব ফি দিয়ে ১১ জুলাইয়ের মধ্যে ভর্তি হতে পারবে বলে ঢাকা শিক্ষা বোর্ড জানায়।

এদিকে প্রথমবারের মতো অন লাইনে ভর্তি প্রক্রিয়ার প্রথম দিনে কলেজগুলোয় ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের উপস্থিতি ছিল তুলনামূলকভাবে কম।

একজন শিক্ষার্থী একাধিক কলেজে আবেদন করায় পছন্দসই কলেজ নির্বাচন করতে গিয়ে হিমশিম খাচ্ছে। তবে অনেক শিক্ষার্থী অপেক্ষাকৃত ভালো ফলাফল করার পরও শীর্ষস্থানীয় কলেজগুলোয় ভর্তির সুযোগ না পেয়ে হতাশ হয়েছে।

রাজধানীর ভিক্ষারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হোসনে আরা বেগম বাংলানিউজকে জানান, আমাদের কলেজে অন লাইনে সোমবার থেকে ভর্তি শুরু হয়েছে।

তবে শিক্ষার্থীর উপস্থিতি কম।  

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, জুন ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।