ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

বশেমুরবিপ্রবিতে ৮ জানুয়ারি থেকে শীতকালীন ছুটি শুরু

বশেমুরবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১২ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৬
বশেমুরবিপ্রবিতে ৮ জানুয়ারি থেকে শীতকালীন ছুটি শুরু

গোপালগঞ্জ: গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) শীতকালীন ছুটি শুরু হচ্ছে আগামী ৮ জানুয়ারি। ১৫ জানুয়ারি পর্যন্ত চলবে এ ছুটি।



রোববার (০৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে, শীতের ছুটি শুরুর আগেই যেন শিক্ষার্থীদের ছুটি শুরু হয়ে গেছে। অধিকাংশ বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা শেষ। দুয়েকটা বিভাগের পরীক্ষা বাকি থাকলেও তা শেষ হয়ে যাবে ৫ জানুয়ারির মধ্যেই। কাজেই এবার সেমিস্টার ফাইনাল ও শীতকালীন ছুটি এক সঙ্গে পেয়ে গেছেন শিক্ষার্থীরা। এরই মধ্যে অনেকে বাড়ি চলে গেছেন।

শীতকালীন ছুটি শেষে বশেমুরবিপ্রবিতে ফের ক্লাস-পরীক্ষা শুরু হবে আগামী ১৬ জানুয়ারি থেকে।

বাংলাদেশ সময়: ২২১১ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।