ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

জবি’তে নতুন বাসের উদ্বোধন

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৬
জবি’তে নতুন বাসের উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নিজস্ব অর্থায়নে কেনা নতুন বাসের উদ্বোধন করা হয়েছে।

রোববার (৩ জানুয়ারি) জবি ভাস্কর্য চত্বরে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।



এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জবি ট্রেজারার অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রক্টর, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা।

অনুষ্ঠান পরিচালনা করেন জবি’র পরিবহন প্রশাসক ড. মো. মনিরুজ্জামান।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৫
আরএম


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।