ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদের আঞ্চলিক কমিটি গঠন

বশেমুরবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৬
বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদের আঞ্চলিক কমিটি গঠন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনকে সভাপতি ও অধ্যক্ষ শিকদার মো. জিননুরাইনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের গোপালগঞ্জ আঞ্চলিক কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (০২ জানুয়ারি) ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর, শরিয়তপুর ও বাগেরহাট এই ছয় জেলার প্রতিনিধিদের উপস্থিতিতে এক সভায় এই কমিটি গঠন করা হয়।



সভায় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলী, অধ্যাপক মো. মিজানুর রহমান, ছয় জেলার বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যরা।

পরে বিকেল ৪টায় নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে উপস্থিত সবাইকে নিয়ে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।