ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পরীক্ষার সময়সূচি পেছানোর দাবিতে বরগুনায় মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৬
পরীক্ষার সময়সূচি পেছানোর দাবিতে বরগুনায় মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরগুনা: ২০১৪ সালের সম্মান তৃতীয় বর্ষের পরীক্ষার সময়সূচি পেছানোর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বরগুনা সরকারি কলেজের সম্মান তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা।

শনিবার (০২ জানুয়ারি) সকাল ১১টায় বরগুনা প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এসময় বরগুনা সরকারি কলেজের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র ইউসুফ সোহাগ, ব্যবস্থাপনা বিভাগের নাজমুল আহসান রিমন, ইংরেজি বিভাগের সিফাত আহসান, আল-আমি, জিনাত জাহান দোলা, হিসাববিজ্ঞান বিভাগের মেহেদী হাসান রাসেল, তোফাজ্জেল হোসাইন ও রাজিব দেবনাথ প্রমুখ।

এসময় বক্তারা উল্লেখ করেন, প্রথম বর্ষে ছয়টি বিষয়ের পরীক্ষা ২২ মাসে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় বর্ষে ছয়টি বিষয়ের পরীক্ষা ১৮ মাসে অনুষ্ঠিত হয়। সেখানে তৃতীয় বর্ষে আটটি বিষয়ের পরীক্ষা কি করে ৭ মাসের মাথায় দেওয়া সম্ভব। তাই শিক্ষা মন্ত্রী বরাবরে একটি সুশিক্ষিত জাতি হিসেবে তরুণ সমাজকে গড়ে তুলতে পরীক্ষার সময়সূচি পেছানোর দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৬
এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।