ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পরীক্ষা পেছানোর দাবিতে যশোরে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৬
পরীক্ষা পেছানোর দাবিতে যশোরে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যশোর: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার রুটিন বাতিল ও পরীক্ষা পেছানোর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে যশোরের বিভিন্ন অনার্স কলেজের শিক্ষার্থীরা।
 
শনিবার (২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে যশোর প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পরে শিক্ষার্থীরা শহরে বিক্ষোভ মিছিল বের করে।  
 
মানববন্ধনে বক্তব্য রাখেন- এম এম কলেজের শিক্ষার্থী বুলবুল ইসলাম, হৃদয় খান রনি, রাকিব হোসেন, শাহ আলম, জান্নাতুল ফেরদৌস, মুন্নি খাতুন, সুমন হোসেন প্রমুখ।
 
এ সময় বক্তারা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অনার্স তৃতীয় বর্ষে ঠিকমতো ক্লাস হয়নি। ফলে শিক্ষার্থীরা পরীক্ষার প্রস্তুতিও নিতে পারিনি। তাই পরীক্ষা পিছিয়ে পুনরায় রুটিন প্রকাশের দাবি জানান তারা।   
  
বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৬   
এমজেড 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।