ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সৈয়দপুরে শিশুদের বই উৎসব

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৬
সৈয়দপুরে শিশুদের বই উৎসব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুর উপজেলায় বছরের প্রথম দিনেই বই উৎসবে মেতে উঠেছে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শুক্রবার (১ জানুয়ারি) সকালে এ উপলক্ষে শহরের রামকৃষ্ণ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জাওয়াদুল হক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু ছালেহ মো. মুসার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আজমল হোসেন সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আহসান হাবিব, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নুসরাত জাহান, জাকির হোসেন, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি শেখ মোহন, প্রধান শিক্ষক আব্দুস সামাদ শাহ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক শহিদুল রহমান বাদল।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আহসান হাবিব বাংলানিউজকে জানান, উপজেলায় মোট ১ লাখ ৭৮ হাজার ১৭০টি বই বরাদ্দ পাওয়া গেছে। সকাল থেকে উপজেলার সব স্কুলে বই উৎসব শুরু হয়েছে।

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।