ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ভোলায় পাসের হার পিইসিতে ৯৯. ৫০-এবতেদায়ীতে ৯৯.৪৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
ভোলায় পাসের হার পিইসিতে ৯৯. ৫০-এবতেদায়ীতে ৯৯.৪৩

ভোলা: ভোলায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পাসের হার ৯৯.৫০ ও এবতেদায়ীতে ৯৯.৪৩ শতাংশ।
 
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, জেলায় এ বছর মোট ৩৫ হাজার ৩৭০ জন শিক্ষার্থী প্রাথমিক সমাপনীতে অংশগ্রহণ করে।

এর মধ্যে পাস করেছে ৩৫ হাজার ১৯৪ জন। এদের মধ্যে বালক ১৪ হাজার ৭৭১ ও বালিকা ২০ হাজার ৪৭৭ জন।

জেলায় মোট জিপিএ-৫ পেয়েছে এক হাজার ১৩৮ জন। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে বালক ৫৩৬ ও বালিকা ৬০২ জন।

ফলাফলে জেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে চরফ্যাশন উপজেলা। এ উপজেলায় পাসের হার ৯৯.৯৬ শতাংশ।

অন্যদিকে এবদেতায়ী পরীক্ষায় অংশগ্রহণ করেছিলো ছয় হাজার ৩০২ জন। এর মধ্যে পাস করেছে ছয় হাজার ২৬৬ জন। এদের মধ্যে বালক দুই হাজার ৬৪০ জন ও বালিকা তিন হাজার ৬২৬ জন। এবতেদায়ীতে মোট জিপিএ-৫ পেয়েছে ৪১ জন। যাদের মধ্যে বালক ২৯ ও বালিকা ১২ জন। জেলার মধ্যে চরফ্যাশন উপজেলা প্রথম স্থান অর্জন করেছে। এ উপজেলায় পাসের হারা ৯৯.৫০ শতাংশ।

এর আগে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে ভোলা জেলা প্রশাসক মো. সেলিম রেজার কাছে ফলাফলের সিট তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মনোয়ার হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ছাইয়াদুজ্জামান, সহকারী শিক্ষা অফিসার খলিলুর রহমান।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।