ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ময়মনসিংহে পিইসিতে পাসের হার ৯৮.০৯ শতাংশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
ময়মনসিংহে পিইসিতে পাসের হার ৯৮.০৯ শতাংশ

ময়মনসিংহ: ময়মনসিংহে প্রাথমিক-ইবতেদায়ী সমাপনীতে (পিইসি) পাসের হার ৯৮ দশমিক ০৯ শতাংশ। জেলায় জিপিএ-৫ পেয়েছে মোট ৬ হাজার ৭১৯ জন শিক্ষার্থী।



বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকেলে জেলার প্রাথমিক শিক্ষা অফিসার মো. শফিউল হক বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি জানান, এ পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৫ হাজার ৫৯৭ জন। পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৩৭২ জন শিক্ষার্থী। পাস করেছে ৯৮ হাজার ৭৩৫ জন শিক্ষার্থী।

মো. শফিউল হক জানান, পরীক্ষায় মোট জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৭১৯ জন শিক্ষার্থী। এরমধ্যে ৩ হাজার ১৭ জন ছেলে ও ৩ হাজার ৭০২ জন মেয়ে শিক্ষার্থী।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।