ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পিইসিতে পাসের হারে রাজশাহীর রেকর্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
পিইসিতে পাসের হারে রাজশাহীর রেকর্ড

রাজশাহী: সারা দেশে প্রাথমিক সমাপনী (পিইসি) ও ইবতেদায়ী পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পিইসি পরীক্ষায় পাসের হারে রাজশাহী এবার রেকর্ড ফলাফল করেছে।



বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাজশাহী সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম এ তথ্য জানান।

জেলায় পিইসিতে পাসের হার ৯৯ শতাংশ ও ইবতেদায়ীতে ৯৭ দশমিক ৪৪ শতাংশ। গতবছর পিইসি পরীক্ষায় পাসের হার ছিল ৯৭ দশমিক ৯০ শতাংশ ও ইবতেদায়ী পরীক্ষায় ৯৭ শতাংশ।

এদিকে, রাজশাহী সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে পাওয়া ফলাফল থেকে জানা গেছে এবার রাজশাহী জেলা ও মহানগর থেকে পিইসি পরীক্ষায় মোট ৪৭ হাজার ৭৯৭ জন পরীক্ষার্থী অংশ নেয়। যার মধ্যে ৯৯ শতাংশই পাস করেছে। অকৃতকার্য হয়েছে মাত্র ৪৭৩ জন শিক্ষার্থী।

মোট জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ২৬৮ জন। যার মধ্যে বালকের সংখ্যা দুই হাজার ১০৬ ও বালিকার সংখ্যা ২ হাজার ১৬২। গতবছর জিপিএ-৫ পেয়েছিল ৪ হাজার ১৯৩ জন। ফলে পাসের হারে রেকর্ডের পাশাপাশি জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও এবার বেড়েছে রাজশাহী জেলায়।

এদিকে, ইবতেদায়ী পরীক্ষায় রাজশাহী জেলায় পাসের হার ৯৭ দশমিক ৮৮ শতাংশ।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
এসএস/ওএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।