ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৯৭ দশমিক ২৬ শতাংশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৯৭ দশমিক ২৬ শতাংশ

বরিশাল: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৯৭ দশমিক ২৬ শতাংশ।

যা গত বছর ছিল ৯৭ দশমিক ৯২ ভাগ।

এবার পাসের হার ও জিপিএ-৫ এর দিক থেকে মেয়েরা এগিয়ে রয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মদ শাহ্ আলমগীর ফলাফলের বিষয়টি সাংবাদিকদের জানান।

তিনি বলেন, এবার বরিশাল বোর্ডে গড় পাসের হার ৯৭ দশমিক ২৬ শতাংশ। এর মধ্যে ছেলেদের পাসের হার ৯৬ দশমিক ৭৭ শতাংশ ও মেয়েদের পাসের হার ৯৭ দশমিক ৭২ শতাংশ।

প্রাপ্ত ফলাফল সূত্রে জানা যায়, ২০১৫ সালের জেএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডের ১ হাজার ৬৪৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ লাখ ৯ হাজার ২৫৭ থেকে শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৬ হাজার ৮৫ শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ১ লাখ  ৩ হাজার ১৮১ জন। উত্তীর্ণদের মধ্যে ৪৯ হাজার ৩২৯ জন ছাত্র ও ৫৩ হাজার ৮৫২ জন ছাত্রী।

এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৪৬৫ শিক্ষার্থী। গতবছর জিপিএ ৫ পেয়েছিল ১০ হাজার ২৮৫ জন।

এবার জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ৪ হাজার ৯০৩ জন ছাত্র ও ৮ হাজার ৫৬১ জন ছাত্রী।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।