ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবি শিক্ষক সমিতির কর্মবিরতির ঘোষণা

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
রাবি শিক্ষক সমিতির কর্মবিরতির ঘোষণা

রাবি: বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বেতন কাঠামো নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে আগামী ২৭ ডিসেম্বর কর্মবিরতির ঘোষণা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক সমিতি।

বুধবার (২৩ ডিসেম্বর) রাত ১০টায় শিক্ষক সমিতির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।



বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন রাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর রেজাউল করিম।

‍তিনি বলেন, বেতন কাঠামো চূড়ান্ত করার আগে অর্থমন্ত্রী শিক্ষকদের দাবি অনুযায়ী তা বাস্তবায়ন করার কথা বলেছিলেন। কিন্তু তা না করে এখন উল্টো বলছেন আন্দোলন করে লাভ হবে না। একবার ক্ষমা চাওয়ার পর তিনি আবারও শিক্ষকদের নিয়ে কটাক্ষ করেছেন। শিক্ষক সমিতির সভায় এর নিন্দা জানানো হয়েছে।

অর্থমন্ত্রীর এই বক্তব্যের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ে আগামী ২৭ ডিসেম্বর ক্লাস-পরীক্ষা বন্ধ রেখে পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে বলে তিনি জানান।

তিনি আরো জানান, ওই দিন কর্মবিরতি পালনের পাশাপাশি সংবাদ সম্মেলন করে শিক্ষকদের বেতন কাঠামোসহ সার্বিক বিষয়ে রাবি শিক্ষক সমিতির বক্তব্য জানানো হবে।

বাংলাদেশ সময়: ০১৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।