ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শিক্ষামন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন মঙ্গলবার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
শিক্ষামন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন মঙ্গলবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

ঢাকা: শিক্ষাখাতে সরকারের উন্নয়ন অগ্রগতি ও বেসরকারি শিক্ষকদের বেতন অষ্টম কাঠামো অনুযায়ী দেওয়াসহ বিভিন্ন বিষয়ে সরকারের অবস্থান জানাতে সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুরে ১২টায় সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সচিবালয় রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপে’ মুখোমুখি হবেন মন্ত্রী।



বিএসআরএফ সভাপতি শ্যামল সরকার জানান, শিক্ষাক্ষেত্রে উন্নয়ন অগ্রগতি সম্পর্কে সরকারের অবস্থান তুলে ধরবেন শিক্ষামন্ত্রী। বেসরকারি শিক্ষকদের অষ্টম বেতন কাঠামো অনুযায়ী বেতন-ভাতা দেওয়ার বিষয়টিও তুলে ধরবেন তিনি। শিক্ষা সংক্রান্ত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবও দেবেন সংলাপে।

বিএসআরএফ সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান জানান, সাম্প্রতিক বিষয় নিয়ে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হবেন মঙ্গলবার দুপুরে।
এর আগে স্থানীয় সরকার মন্ত্রী  ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান কামাল সাংবাদিকদের মুখোমুখি হন।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
এসএমএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।