ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

প্রধানমন্ত্রীকে বাকবিশিস’র অভিনন্দন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
প্রধানমন্ত্রীকে বাকবিশিস’র অভিনন্দন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) নামের একটি সংগঠন।

ঘোষিত বেতন কাঠামো অনুযায়ী এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা প্রদানের সিদ্ধান্তের জন্য এ অভিনন্দন জানানো হয়।



এ উপলক্ষে সোমবার (২১ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলন করে শিক্ষকদের এ সংগঠনটি।

সংবাদ সম্মেলনে বলা হয়, বিএনপি সরকারের আমলে ১৯৯১-১৯৯৬ সময়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানোর অনেক পরে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ক্ষেত্রে তা কার্যকর হয়।

পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদক্ষেপে এ বৈষম্য দূর হয়। ১৯৯৭ সালের পঞ্চম পে-কমিশনের সুপারিশে সরকারি ও বেসরকারি শিক্ষক-কর্মচারীরা নতুন বেতন কাঠামোর অন্তর্ভুক্ত হন।

২০০৫ সালের ষষ্ঠ ও ২০০৯ সালের সপ্তম পে-কমিশনের রিপোর্টেও ১৯৯৭ সালের ধারাবাহিকতা অব্যহত থাকে।

এবারও সরকার এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ২০১৫ সালের ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামোয় অন্তর্ভূক্তির আশ্বাস দিয়েছেন বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. আবদুর রশীদ, সাধারণ সম্পাদক সিরাজুল হক আলো, যুগ্ম-সাধারণ সম্পাদক শামসুল আরেফিন চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
এএসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।