ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নোবিপ্রবিতে ‘সি’ ও ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার

নোবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
নোবিপ্রবিতে ‘সি’ ও ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার ছবি: সংগৃহীত

নোবিপ্রবি (নোয়াখালী): নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ‘সি’ ও ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার (১৮ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে।   

‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে সাড়ে ১১টায় শেষ হবে।

এ ইউনিটে ৬০ আসনের বিপরীতে ৩ হাজার ৩৩১ জন প্রতিযোগিতা করবে।
 
‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা বিকেল ৩টায় শুরু হয়ে ৪টায় শেষ হবে। এ ইউনিটে ১৪০ আসনের বিপরীতে ৪ হাজার ৯১৫ জন প্রতিযোগিতা করবে।
ভর্তি পরীক্ষার্থীদের আবশ্যই ২ কপি মূল প্রবেশপত্র, ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, এইচএসসি বা সমমানের মূল রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে আনতে হবে।

এছাড়াও পরীক্ষার্থীদের পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।

ভর্তি পরীক্ষা উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে। পরীক্ষা কেন্দ্রে সব ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস নিষিদ্ধ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
আরএ




বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।