ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ভর্তির আবেদন শুরু ১৩ ডিসেম্বর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ভর্তির আবেদন শুরু ১৩ ডিসেম্বর

ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১৫ সালের স্নাতকোত্তর (প্রফেশনাল) কোর্সের শেষ বর্ষের অনলাইন ভর্তি কার্যক্রমের প্রাথমিক আবেদন প্রক্রিয়া শুরু হবে ১৩ ডিসেম্বর থেকে।

শুক্রবার (১১ ডিসেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



এতে বলা হয়, স্নাতকোত্তর (প্রফেশনাল) বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড ও এলএলবি কোর্সের শেষ বর্ষের ভর্তির আবেদনের শেষ সময় ২৯ ডিসেম্বর। ওই দিন রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভর্তি কার্যক্রমে আবেদনকারীকে ভর্তি পরীক্ষা দিতে হবে না। তাদের স্নাতক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধা তালিকা প্রকাশ করা হবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd/admissions বা admissions.nu.edu.bd) এ থেকে জানা যাবে।

বাংলেদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
আরএইচএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।