ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

গোপালগঞ্জে পিএসসির শ্রেষ্ঠ শিক্ষার্থী বাছাই প্রতিযোগিতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
গোপালগঞ্জে পিএসসির শ্রেষ্ঠ শিক্ষার্থী বাছাই প্রতিযোগিতা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: গোপালগঞ্জে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে সেরা শিক্ষার্থী নির্বাচনে ‘আইডিয়াল স্টার-২০১৫’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ ডিসেম্বর) সকালে শহরের শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজে এ প্রতিযোগিতার আয়োজন করে আইডিয়াল একাডেমি।


 
প্রতিযোগিতায় জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসি পরীক্ষায় অংশ নেওয়া ৪৯৬ জন শিক্ষার্থী অংশ নেয়।

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীকে ১০ হাজার টাকার প্রাইজবন্ড, দ্বিতীয় স্থান অধিকারীকে ৫ হাজার টাকার প্রাইজবন্ড, তৃতীয় স্থান অধিকারী ৩ হাজার টাকার প্রাইজবন্ড এবং চতুর্থ থেকে দশম স্থান অধিকারীকে ১ হাজার টাকার প্রাইজবন্ড দেওয়া হবে। এছাড়া বিজয়ী ১০ শিক্ষার্থীকে ক্রেস্ট ও সার্টিফিকেট দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।