ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

ইকরা বাংলাদেশ স্কুলে অভিভাবক সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
ইকরা বাংলাদেশ স্কুলে অভিভাবক সভা অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: হবিগঞ্জের ইকরা বাংলাদেশ স্কুলে বর্ষ সমাপনী অভিভাবক সভা অনুষ্ঠিত হয়েছে।

সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরে প্রতিষ্ঠানটির মিলনায়তনে এ অভিভাবক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন দ্য ল্যাব এইড হাসপাতালের চেয়ারম্যান রহমান শামিম।

অনুষ্ঠানে তিনি বলেন, হবিগঞ্জে ইকরা বাংলাদেশ স্কুল নৈতিক মানুষ গঠনে কাজ করে যাচ্ছে।

ইকরা প্রিন্সিপাল মাসউদুল কাদিরের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন কলাম লেখক জহির উদ্দিন বাবর, মুফতি আবুল কালাম সিদ্দিক,  সাংবাদিক সৈয়দ আনোয়ার আবদুল্লাহ, ড. মোবিন উদ্দীন আখঞ্জী, মুফতি আবু সালেহ, মুফতি বশির আহমদ, মাওলানা জাবের আল হুদা, মাওলানা মুজাহিদ আলী, মুফতি আনোয়ার আমীর প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
আরএইচএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।