ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

ঢাবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার দাবি কুমিল্লার শিক্ষার্থীদের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, মে ৩১, ২০১৫
ঢাবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার দাবি কুমিল্লার শিক্ষার্থীদের

কুমিল্লা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার ন্যায্য সুযোগের দাবিতে কুমিল্লায় মানবন্ধন করেছেন শিক্ষার্থীরা।

রোববার (৩১ মে) বিকেল ৩টায় কুমিল্লা প্রেসক্লাবের ‍সামনে ২০১৪ ব্যাচের এইচএসসি শিক্ষার্থীরা ‘শিক্ষা সুযোগ নয়, অধিকার চাই’ ব্যানারে এ মানববন্ধন করে।



মানবন্ধনে শিক্ষার্থীরা বলেন, পূর্ব ঘোষণা ছাড়াই ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় দ্বিতীবার ভর্তি পরীক্ষার সুযোগ বাতিল করে। এতে হাজারো শিক্ষার্থী বঞ্চিত হয়েছে।


তারা বলেন, কোনো অজুহাত নয় আমরা স্বপ্ন বাস্তবায়নের জন্য দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ চাই। এই দাবি শুধু কুমিল্লা প্রেসক্লাবে জড়ো হওয়া শিক্ষার্থীদের নয়, সারাদেশের ২০১৪ সালের এইচএসসি পাস করা শিক্ষার্থীদের। এজন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ এবং সুশীল সমাজের অগ্রণী ভূমিকা আশা করেন।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, মে ৩১, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।