ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

কুমিল্লা বোর্ডের সেরা পনেরোয় ফেনীর ৩ স্কুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৮ ঘণ্টা, মে ৩১, ২০১৫
কুমিল্লা বোর্ডের সেরা পনেরোয় ফেনীর ৩ স্কুল ফাইল ফটো

ফেনী: এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় ফলাফলের দিক দিয়ে কুমিল্লা বোর্ডে সেরা ১৫-তে রয়েছে ফেনীর তিন স্কুল।

এর মধ্যে ফেনী গালর্স ক্যাডেট কলেজ কুমিল্লা শিক্ষা বোর্ডে তৃতীয় স্থান অর্জন করেছে।

এ প্রতিষ্ঠান থেকে ৫৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে সবাই।

অন্যদিকে, ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অর্জন করেছে ৬ষ্ঠ স্থান। এ প্রতিষ্ঠান থেকে ২৩৬ জন শিক্ষার্থীর মধ্যে ১৩৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। পাসের হার শতভাগ।

ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় বোর্ডে ১১তম স্থান অর্জন করেছে। এ স্কুল থেকে ১৭৯ জন শিক্ষার্থীর মধ্যে ১৩৮ জন জিপিএ-৫ পেয়েছে। উত্তীর্ণ হয়েছে প্রত্যেকে।

বাংলাদেশ সময়: ০২০৮ ঘণ্টা, মে ৩১, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।