ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

রাঙামাটিতে পাসের হার ৭০.৯৯%

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, মে ৩০, ২০১৫
রাঙামাটিতে পাসের হার ৭০.৯৯%

রাঙামাটি: চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে রাঙামাটিতে এ বছর এসএসসি পরীক্ষায় পাসের হার শতকরা ৭০ দশমিক ৯৯।

এ বছর জেলায় মোট পরীক্ষার্থী ছিলো ৫ হাজার ৮৩৬ জন।



পাস করেছে ৪ হাজার ১৩৮ জন। এদের মধ্যে ২ হাজার ১২৭ ছাত্র এবং ২ হাজার ১১ ছাত্রী। এছাড়া জিপিএ-৫ পেয়েছে ১১৩ শিক্ষার্থী।

এদিকে, রাঙামাটিতে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এবার ভালো ফলাফল করেছে। বিজ্ঞান বিভাগ থেকে পাসের হার ৮৫.৪১ শতাংশ, ব্যবসায় শিক্ষা বিভাগে ৭২.০৩ শতাংশ এবং মানবিক বিভাগে পাসের হার ৬১.৪১ শতাংশ।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, মে ৩০, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।