ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

দক্ষ জনশক্তি তৈরিতে কারিগরি শিক্ষার বিকল্প নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, মে ৩০, ২০১৫
দক্ষ জনশক্তি তৈরিতে কারিগরি শিক্ষার বিকল্প নেই ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: দেশে দক্ষ জনশক্তি তৈরি করতে কারিগরি শিক্ষা উন্নয়নের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ।

শনিবার (৩০ মে) সকাল ১০টায় খুলনার একটি অভিজাত হোটেলে কারিগরি শিক্ষা অধিদফতরের আওতায় বাস্তবায়নাধীন ‘স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট’র (এসটিইপি) উদ্যোগে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।



তিনি বলেন, সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্য আয়ের একটি দেশে পরিণত করতে কারিগরি শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

তিনি আরও বলেন, বিজ্ঞান ও কারিগরি শিক্ষা ছাড়া দক্ষ জনশক্তি গড়ে উঠবে না। কারিগরি শিক্ষা অর্থনৈতিক উন্নয়নের শক্তিশালী হাতিয়ার।

এই সেমিনারে ম‍ূল প্রবন্ধ উপস্থাপন করেন সরকারের অতিরিক্ত সচিব ও স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্টের প্রকল্প পরিচালক মো. ইমরান।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফারুক হোসেন, বিশ্বব্যাংক ঢাকা অফিসের সিনিয়র অপারেসন্স অফিসার ড. মো. মোখলেছুর রহমান, কারিগরি শিক্ষা অধিদফতরের পরিচালক আ ন ম সালাহ উদ্দিন খান, এসটিইপি প্রকল্পের উপ-পরিচালক আব্দুল্যাহেল বাকী, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. সিদ্দিকুর রহমান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, মে ৩০, ২০১৫
এমআরএম/এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।