ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

বরিশাল বোর্ডে পাসের হার ৮৪.৩৭, মেয়েরা এগিয়ে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, মে ৩০, ২০১৫
বরিশাল বোর্ডে পাসের হার ৮৪.৩৭, মেয়েরা এগিয়ে

বরিশাল: এসএসসিতে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে পাসের হার ৮৪ দশমিক ৩৭ ভাগ। জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ১৭১ জন শিক্ষার্থী।

ঘোষিত ফলাফলে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছেন।

শনিবার (৩০ মে) সকাল সাড়ে ১০টায় ফলাফলের পরিসংখ্যান ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ শাহ্ আলমগীর।

তিনি জানান, এবছর পরীক্ষায় অংশ নিয়েছিলো ৭০ হাজার ৪৫৬ জন। এরমধ্যে ছাত্র ৩৫ হাজার ২২৭ জন এবং ছাত্রী ছিলো ৩৫ হাজার ২২৯ জন। এদের মধ্যে পাস করেছে ৫৯ হাজার ৪৪৬ জন। যার মধ্যে ছাত্র ২৯ হাজার ৫৫৭ জন। ছাত্রী পাস করেছে ২৯ হাজার ৮৮৯ জন।

এবার এ শিক্ষা বোর্ডে ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে। গত বছর এ বোর্ডের পাসের হার ছিলো ৯০.৬৬ ভাগ।

গত বছরের চেয়ে এ বছরে পাসের হার কমেছে ৬ দশমিক ২৯ ভাগ এবং জিপিএ ৫ কমেছে ১ হাজার ৫৯১টি।

এ বিষয়ে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ শাহ্ আলমগীর জানান, গণিতে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা হওয়ায় সেখানে ৯ দশমিক ৬ ভাগ পাসের হার কমেছে।

আবার হরতাল অবরোধের কারণে শুক্র ও শনিবার পরীক্ষা নিতে হয়েছে। সময় লেঘেছে ১৩ দিন বেশি। পরীক্ষার্থীদের মনস্তাত্মিক প্রভাব ও পরিবেশগত ঝুঁকির কারণে পরীক্ষায় কিছুটা প্রভাব পড়েছে। এরফলে ফলাফলের কিছুটা অবণতি ঘটলেও আগামীতে আরো ভালো ফলাফল আশা করেন তিনি।

এদিকে বরিশাল শিক্ষাবোর্ডের কোনো বিদ্যালয়ে পাসের হার শূন্য নেই।

বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, মে ৩০, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।