ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

গণ বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু ৬ জুন

গণ বিশ্ববিদ্যালয় করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, মে ২৬, ২০১৫
গণ বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু ৬ জুন

গণ বিশ্ববিদ্যালয় (সাভার): সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে আগামী ৬ জুন (শনিবার) থেকে নিয়মিত ক্লাস শুরু হবে।

মঙ্গলবার (২৬ মে) বিশ্ববিদ্যালয়ের উপ-নিবন্ধক মীর মূর্তজা আলী বিষয়টি নিশ্চিত করেছেন।



বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ৩০ এপ্রিল ১৪টি বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হয়।

এর তা শেষ হলে ১৪ মে থেকে বিশ্ববিদ্যালয়ের ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

ছুটি শেষে আগামী ৬ জুন থেকে যথাসময়ে ফের ক্লাস-পরীক্ষা শুরু হবে।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, মে ২৬, ২০১৫
এসএন/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।