ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

বাকৃবি শিক্ষার্থীর ওপর হামলার বিচার দাবি

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, মে ২৩, ২০১৫
বাকৃবি শিক্ষার্থীর ওপর হামলার বিচার দাবি ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাকৃবি (ময়মনসিংহ): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থী সম্রাটের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (২৩ মে) বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে এ কর্মসূচি পালিত হয়।



মানববন্ধনে বাকৃবি শাখা ছাত্রলীগের সভাপতি মুর্শেদুজ্জামান খান বাবু, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। এতে সম্রাটের সহপাঠীসহ প্রায় চার শতাধিক সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা সম্রাটের ওপর হামলার ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। সেই সঙ্গে ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।

এর আগে, বৃহস্পতিবার রাতে বাকৃবির কৃষি অনুষদের ৩য় বর্ষের শিক্ষার্থী খ ম ফ মনিফুদ্দোজা সম্রাট শেষ মোড় থেকে হলে ফেরার পথে সন্ত্রাসীর হামলার শিকার হন। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, মে ২৩, ২০১৫     
এমজেড/     

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।