ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

এমপিও ভুক্তির দাবিতে রাজশাহীতে কলেজ শিক্ষকদের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, মে ২২, ২০১৫
এমপিও ভুক্তির দাবিতে রাজশাহীতে কলেজ শিক্ষকদের বিক্ষোভ

রাজশাহী: কলেজ পর্যায়ে অনার্স শিক্ষকদের এমপিও ভুক্ত করার দাবিতে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষকরা।

শুক্রবার (২২ মে) সকাল ১০টায় বিভাগের ৮টি জেলার উপজেলা পর্যায়ে স্বীকৃতি দেওয়া একটি করে অনার্স কলেজের শিক্ষকরা এ সমাবেশ যোগ দেন।



আগামী ২৮ মে অথবা ২৯ মে গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে অনুষ্ঠিতব্য সমাবেশ উপলক্ষে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, সরকার উপজেলা পর্যায়ে একটি করে কলেজকে অনার্স স্বীকৃতি দিয়েছে। এরপর থেকে অনার্স শিক্ষার্থীদের পাঠদানের জন্য শিক্ষক নিয়োগ করা হয়েছে। কিন্তু ওই শিক্ষকদের এখন পর্যন্ত এমপিও ভুক্ত করেনি সরকার। ফলে শিক্ষার্থীদের দেওয়া মাসিক বেতন থেকে কোনো রকমে দিন পার করতে হচ্ছে অনার্স পর্যায়ের শিক্ষকদের, যা চরম অমানবিক।

তাই যতদিন এমপিও ভুক্ত করা না হবে ততদিন আন্দোলন চলবে বলে জানান বক্তারা।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কোর্ট কলেজের অধ্যক্ষ ও রাজশাহী কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা।

বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক সমিতির রাজশাহী জেলা শাখার সভাপতি আফজাল হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান আলোচক হিসেবে কেন্দ্রীয় কমিটির সভাপতি নেকবর হোসাইন, বিশেষ অতিথি হিসেবে রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী আনোয়ার করিম শাহীন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, অধ্যক্ষ মুনসুর রহমান ও সাইফুল ইসলামসহ পাঁচ শতাধিক শিক্ষক অংশ নেন।

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, মে ২২, ২০১৫
এসএস/এটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।