ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

বেরোবি

ভর্তি পরীক্ষায় জালিয়াতির প্রতিবাদে স্মারকলিপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, মে ২১, ২০১৫
ভর্তি পরীক্ষায় জালিয়াতির প্রতিবাদে স্মারকলিপি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রংপুর: রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতির প্রতিবাদে উপাচার্য়ের কাছে স্মারকলিপি দিয়েছে প্রগতিশীল ছাত্রজোট।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে এ স্মারকলিপি দেওয়া হয়।


 
স্মারকলিপিতে বলা হয়েছে, গত ৫ ও ৬ মে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ব্যাপক জালিয়াতি করা হয়েছে। লিখিত পরীক্ষার দিন থেকে শুরু করে মৌখিক পরীক্ষার দিন পর্যন্ত জালিয়াতির অভিযোগে ২০ জন শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে।

অথচ এ ঘটনার সঙ্গে জড়িত বিশ্ববিদ্যালয়ের সরকার দলীয় ছাত্রসংগঠনের কয়েকজন নেতা, প্রশাসনিক কর্মকর্তা ও কয়েকজন শিক্ষকদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

প্রগতিশীল ছাত্রজোটের নেতারা বলেন, ভর্তি প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হলে বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন হবে। শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে জালিয়াতদের নির্মূল করা প্রয়োজন।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, মে ২১, ২০১৫
এসএন/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।