ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

ইবির শেখ হাসিনা হলের উদ্বোধন

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, মে ১৮, ২০১৫
ইবির শেখ হাসিনা হলের উদ্বোধন

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নির্মিত ছাত্রী আবাসিক হলের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৮ মে) দুপুর আড়াইটার দিকে উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার হলটির উদ্বোধন ঘোষণা করেন।



উদ্বোধন শেষে শেখ হাসিনা হলের আবাসিক শিক্ষক তানভির আহম্মেদের পরিচালনায় এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার, উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আফজাল হোসেন, ইবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল আহসান চৌধুরি, শেখ হাসিনা হল প্রভোস্ট অধ্যাপক ড. আক্তারুল ইসলাম জিল্লু।

এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব অধ্যাপক ড. রাশিদ আসকারী, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. আনোয়ার হোসেন, ভারপ্রাপ্ত প্রক্টর আলতাফ হোসেন, ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক অমিত কুমার দাস, প্রেসক্লাবের সভাপতি রাসেদুল ইসলাম, সাধারণ সম্পাদক নাজমুস সাকিব, দপ্তর সম্পাদক মামুন মিশু প্রমুখ।

বিকেল ৪টার দিকে আলোচনা অনুষ্ঠান শেষ হয়। এর আগে, দুপুর ২টার দিকে অতিথিদের সঙ্গে নিয়ে এক প্রীতিভোজের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, মে ১৮, ২০১৫     
এমজেড/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।