ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

মভাবিপ্রবিতে ছাত্রলীগ নেতা নিহতের ঘটনায় মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, মে ১৬, ২০১৫
মভাবিপ্রবিতে ছাত্রলীগ নেতা নিহতের ঘটনায় মামলা

টাঙ্গাইল: টাঙ্গাইলের মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মভাবিপ্রবি) আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে এক নেতা নিহতের ঘটনায় মামলা হয়েছে।

শনিবার (১৬ মে) বিকেলে নিহত ছাত্রলীগ নেতা এ এস কে মোশারফের বাবা মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে টাঙ্গাইল মডেল থানায় এ মামলা করেন।



টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বাংলানিউজকে জানান, তদন্তের স্বার্থে আসামিদের নাম গোপন রাখা হচ্ছে। তবে ১৪ জন ছাড়াও আরো কয়েকজন অজ্ঞাতপরিচয় আসামি রয়েছেন।

গত ১৩ মে দুপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত হয় ছাত্রলীগ নেতা এ এস কে মোশারফ। এরপর অনির্দিষ্টাকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, মে ১৬, ২০১৫ 
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।