ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

রাবিতে শিক্ষক লাঞ্ছনা

কর্মবিরতির ঘোষণা, সমাজবিজ্ঞান বিভাগে ক্লাশ বর্জন

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
কর্মবিরতির ঘোষণা, সমাজবিজ্ঞান বিভাগে ক্লাশ বর্জন

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) উপাচার্যসহ শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনায় দোষীদের বিচার দাবিতে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে পূর্ব ঘোষিত ক্লাশ বর্জন কর্মসূচি পালন করা হয়েছে।

এদিকে, উপাচার্য দপ্তরে সংঘটিত ঘটনার প্রতিবাদে এবং বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন সমুন্নত রাখার দাবিতে বৃহস্পতিবার কর্মবিরতি পালনের কর্মসূচি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান কাউন্সিল।



বিভাগ সূত্রে জানা যায়, বুধবার সমাজবিজ্ঞান বিভাগে কোনো ক্লাশ অনুষ্ঠিত হয় নি। তবে বিভাগের পূর্ব নির্ধারিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

সমাজবিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর ওয়ারদাতুল আকমাম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অভিভাবকসহ আমাদের কয়েকজন সহকর্মীকে বহিরাগত আওয়ামী নেতারা যেভাবে লাঞ্ছিত করেছে তা অত্যন্ত লজ্জার। তাই দোষীদের বিচার দাবিতে আমরা ঘোষিত কর্মসূচি হিসেবে বুধবার ক্লাশ বর্জন কর্মসূচি পালন করেছি। বৃহস্পতিবারও এ কর্মসূচি পালন করা হবে।

এদিকে, উপাচার্য দপ্তরে সংঘটিত ঘটনার প্রতিবাদে এবং বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন সমুন্নত রাখার দাবিতে বৃহস্পতিবার কর্মবিরতি পালনের কর্মসূচি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান কাউন্সিল।

বুধবার দুপুরে চেয়ারম্যান কাউন্সিলের সভাপতি প্রফেসর হারুন-অর-রশীদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ ও ১৬ এপ্রিল রাবি উপাচার্য দপ্তরে প্রবেশ করে প্রবেশকারীরা তার সঙ্গে শিষ্টাচার বর্হিভূত, কাণ্ডজ্ঞানহীন, গর্হিত ও নিন্দনীয় যে আচরণ করেছে তার প্রতিবাদে ও বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি এবং বিশ্ববিদ্যালয়ের পরিচালনা বিধিমালা সমুন্নত রাখার দাবিতে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান কাউন্সিলের ৫২টি বিভাগের সভাপতিবৃন্দ পূর্ণ দিবস কর্মবিরতি পালন করবে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।