ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

হরতালেও চলবে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
হরতালেও চলবে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে বুধবার (২২ এপ্রিল) ঢাকা ও চট্টগ্রাম ছাড়া সারাদেশে হরতাল ডেকেছে বিএনপি।

এ হরতালের মধ্যেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩ সালের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হবে।



মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী-বুধবার যথাসময়ে পরীক্ষা শুরু হবে। এ বিষয়ে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে প্রশাসন, সংশ্লিষ্ট কলেজ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের সহযোগিতা কামনা করেছে।

সারাদেশের ৪১৭টি কলেজের ১৭১টি কেন্দ্রে মোট দুই লাখ ২৫ হাজার ৫ জন পরীক্ষার্থী ৩০টি বিষয়ে পরীক্ষায় অংশ নেবেন।

হরতালের মধ্যেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্যসব পরীক্ষা এবং স্বাভাবিক কার্যক্রম চলবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
এমআইএইচ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।