ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সাংসদ বাদশার নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি পরিদর্শন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৫
সাংসদ বাদশার নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি পরিদর্শন

রাজশাহী: বাংলাদেশের ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বেসরকারি নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শন করেছেন।
 
রোববার (১৯ এপ্রিল‘২০১৫) দুপুরে নগরের আলুপট্টিতে অবস্থিত ইউনিভার্সিটির একাডেমিক ভবন পরিদর্শন শেষে উপাচার্য প্রফেসর ড. আবদুল খালেকের সাথে মতবিনিময় করেন।



পরে ফজলে হোসেন বাদশা ইউনিভার্সিটির ক্লাস রুম, লাইব্রেরি, কনফারেন্স, কম্পিউটার ল্যাব, শিক্ষক লাউঞ্জ ও বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিভার্সিটির উপ উপাচার্য প্রফেসর ড. আবদুল জলিল, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম ওয়াজেদ আলী, রেজিস্ট্রার রিয়াজ মোহাম্মদ, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. রমেশ চন্দ্র দেবনাথ, ছাত্র উপদেষ্টা ড. মো. হাবিবুল্লাহ, প্রক্টর ড. মো. আজিবারসহ বিভিন্ন দপ্তরের পরিচালক ও কর্মকর্তাবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৫
এসএস/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।