ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

কেন্দুয়ায় ভুয়া পরীক্ষার্থীর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
কেন্দুয়ায় ভুয়া পরীক্ষার্থীর কারাদণ্ড

নেত্রকোনা: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ডিগ্রি পরীক্ষার প্রথমদিনে প্রক্সি দিতে এসে রায়হানুজ্জামান রবিন নামে এক ভুয়া পরীক্ষার্থীর এক বছর কারাদণ্ড হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় রবিনকে এ সাজা দেয় ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট নিকারুজ্জামান।



দণ্ডপ্রাপ্ত রবিন তাড়াইল উপজেলার শাহবাগ গ্রামের আরিফ মিয়ার ছেলে।

এদিকে, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে কেন্দুয়া জয়হরি কলেজ কেন্দ্র থেকে নয় পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

কেন্দ্র সচিব উত্তম কুমার কর জানান, শনিবার কেন্দুয়া ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থী ফয়সাল জামানের স্থলে প্রবেশপত্রের ছবি পরিবর্তন করে রবিন পরীক্ষায় অংশ নেয়। বিষয়টি ধরা পড়ায় ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক এ সাজার নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।