ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পবিপ্রবিতে ছাত্রলীগের মশাল মিছিল

পবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৯ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৫
পবিপ্রবিতে ছাত্রলীগের মশাল মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পবিপ্রবি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) দুই শিক্ষকের নিয়োগ বাতিলের দাবিতে মশাল মিছিল করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

বুধবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের জয় বাংলার পাদদেশে আয়োজিত সমাবেশ শেষে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।



সমাবেশে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আনিসুজ্জামান আনিসের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক এস এম শাহরিয়ার মিল্টন উপস্থাপনায় বক্তব্য রাখেন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান আহমেদ রিমন, সিনিয়র সহ-সভাপতি শুভ সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম, ছাত্রলীগ নেতা ফেরদাউস আহমেদ, সাকিব সামি, শিক্ষার্থী আরিফুর রহমান ও শরিফুল ইসলাম প্রমুখ।

বক্তারা অবিলম্বে ফিশারিজ অনুষদের মেরিন ফিশারিজ অ্যান্ড ওসানোগ্রাফি বিভাগের শিক্ষক আমিনুল ইসলাম এবং ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের শিক্ষক মাহফুজুর রহমান শিবিরের রাজনীতিতে জড়িত অভিযোগ তুলে তাদের নিয়োগ বাতিলের দাবি জানান।

এ ব্যাপারে পবিপ্রবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান আহমেদ রিমন বলেন, এ অবৈধ নিয়োগ বাতিল না হওয়া পর্যন্ত  আমাদের আন্দোলন চলবে।

এ বিষয়ে জানতে চাইলে ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের শিক্ষক মাহফুজুর রহমান বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ বানোয়াট।

বাংলাদেশ সময়: ০২৪৮ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৫
এসএস/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।