ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবি ভিসির পদত্যাগে ৪ দিনের আল্টিমেটাম

স্টাফ ও শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৮ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৫
শাবি ভিসির পদত্যাগে ৪ দিনের আল্টিমেটাম ফাইল ফটো

সিলেট: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়য়ের (শাবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. মো. আমিনুল হক ভূঁইয়ার পদত্যাগে ৪ দিনের আল্টিমেটাম দিয়েছে সরকার সমর্থিত মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ।

নিয়োগ বাণিজ্য, দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে বুধবার (১৫ এপ্রিল) রাতে শিক্ষক পরিষদের বৈঠক থেকে এ আল্টিমেটাম দেওয়া হয়।



বৈঠক শেষে শিক্ষক পরিষদের আহ্বায়ক সৈয়দ সামসুল আলম বাংলানিউজকে জানান, উপাচার্যের বিরুদ্ধে গত রোববার পদার্থবিজ্ঞান বিভাগ এবং ভূগোল  ও পরিবেশ বিভাগের ১৭ শিক্ষকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনার তীব্র নিন্দা জানানো হয়।

তিনি জানান, আগামী রোববার বিকেল ৫টা পর্যন্ত শিক্ষকরা প্রশাসনিক কর্মবিরতি পালন করবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, রোববারে মধ্যে যদি উপাচার্য পদত্যাগ না করেন তবে সোমবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে দায়িত্বে থাকা শিক্ষকরা তার কার্যালয়ের সামনে গিয়ে পদত্যাগ করবেন।

এছাড়া একই দাবিতে উপাচার্যবিরোধী আন্দোলনের ডাক দেওয়া হতে পারে বলে শাবিপ্রবির একাধিক সিনিয়র শিক্ষক জানিয়েছেন।

এ ব্যাপারে উপাচার্য আমিনুল ভূঁইয়ার সঙ্গে যোগযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

বাংলাদেশ সময়: ০১৩৯ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৫
এএএন/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।