ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বেরোবিতে বাংলা নববর্ষ উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৫
বেরোবিতে বাংলা নববর্ষ উদযাপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রংপুর: নানা কর্মসূচির মধ্য দিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ-১৪২২।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী।



নববর্ষ উপলক্ষে সকালে ক্যাম্পাসে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি ক্যাম্পাস থেকে বের হয়ে ঢাকা-রংপুর মহাসড়ক ঘুরে নগরীর লালবাগ বাজার হয়ে ফের ক্যাম্পাসে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

এদিকে বাংলা নববর্ষ উপলক্ষে ক্যাম্পাসে বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। মেলায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্টল সাজিয়ে বাঙালি ঐতিহ্যের নানা চিত্র তুলে ধরেছেন। উপাচার্য ড. এ কে এম নূর-উন-নবী বিভিন্ন স্টল পরিদর্শন করেছেন।

অপরদিকে, নববর্ষ উপলক্ষে দিনব্যাপী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী বলেন, আমরা এখন থেকে সামনের দিকেই এগিয়ে যাব। পেছনের সব গ্লানি মুছে বিশ্ববিদ্যালয় তথা দেশের উন্নয়নে কাজ করব। নববর্ষে সবার এমন অঙ্গিকারই হোক।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৫
এসবি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।