ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাকা কমার্স কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৫
ঢাকা কমার্স কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

ঢাকা: ঢাকা কমার্স কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর মিরপুর সিটি ক্লাব মাঠে কলেজের প্রিন্সিপাল অধ্যাপক মো. আবু সাইদ এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।



এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষক এবং শিক্ষার্থী উভয়েই অংশ নেন।

বিকেলে সমাপনী অনুষ্ঠানে ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

এসময় কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ড. সফিক আহমেদ সিদ্দিক, ভাইস প্রিন্সিপাল (প্রশাসন) মো. শফিকুল ইসলাম এবং ক্রীড়া কমিটির আহ্বায়ক ড. মিরাজ আলী আকন্দসহ কলেজের প্রায় ছয় হাজার শিক্ষার্থী এবং ১৪০ জন শিক্ষক-শিক্ষিকা ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৫
পিআর/এটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।