ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কুবিতে ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত

কুবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৫
কুবিতে ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের কর্মীসভা-২০১৫ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের একটি কক্ষে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।



এতে প্রধান অতিথি ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ও প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।

সভায় উপস্থিত ছিলেন, কুবি ছাত্রলীগের আহ্বায়ক মাহমুদুর রহমান মাসুম, যুগ্ম আহ্বায়ক (২) সৈয়দ শাহরীয়ার মাহমুদ, দত্ত হল শাখার সভাপতি ইলিয়াছ হোসেন সবুজসহ ছাত্রলীগের নেতাকর্মীরা।

সভা শেষে কুবি ছাত্রলীগের কমিটি গঠনের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক পদের প্রার্থীদের থেকে বায়োডাটা গ্রহণ করেন কেন্দ্রীয় নেতারা।

এদিকে, কর্মীসভা উপলক্ষে আধিপত্য বিস্তার নিয়ে মাসুম ও ইলিয়াছ গ্রুপের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে।
এ সময় ১০ রাউন্ড গুলিবর্ষণেরও ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।