ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাকৃবি উপাচার্যের পদত্যাগ

সিনিয়র ও বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৮ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৫
বাকৃবি উপাচার্যের পদত্যাগ অধ্যাপক ড. রফিকুল হক

ঢাকা: অবৈধ নিয়োগ এবং নারী কেলেঙ্কারির অভিযোগের মুখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. রফিকুল হক পদত্যাগ করেছেন।


মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে তিনি শিক্ষা মন্ত্রণালয়ে অব্যাহতি পত্র জমা দেন।

রাত দশটায় বাংলানিউজের কাছে পদত্যাগের কথা স্বীকার করেন ড. রফিকুল হক।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের বিরাজমান পরিস্থিতি ও শারীরিক অসুস্থতাজনিত কারণে তিনি পদত্যাগ করেছেন।

বিতর্কিত ৩০৭ কর্মচারী নিয়োগসহ ১৭ মার্চ বিশ্ববিদ্যালয়ের সুলতানা রাজিয়া হলের তৃতীয় শ্রেণীর এক নারী কর্মচারীর সঙ্গে উপাচার্যের গোপন কথোপকথনের কয়েকটি অডিও ফাঁস নিয়ে তোলপাড় শুরু হয়।

এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা উপাচার্যের পদত্যাগ দাবি করে আন্দোলন চালিয়ে আসছিলেন।

৩১ মার্চ বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগ সমর্থিত ‘গণতান্ত্রিক শিক্ষক ফোরাম’র নেতারা সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে অভিযোগ জানিয়ে তার অপসারণ দাবি করেন।

উদ্ভূত সমস্যা নিরসনে শিক্ষা মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য ড. মোহাম্মদ মোহাব্বত খানকে প্রধান করে কমিটি গঠন করে তদন্তের নির্দেশ দেয়।

৬ এপ্রিল কমিটি শিক্ষামন্ত্রীর কাছে প্রতিবেদন জমা দেন, যাতে উপাচার্য ড. রফিকুল হকের বিরুদ্ধে অবৈধভাবে কর্মকর্তা-কর্মচারী নিয়োগসহ নারী কেলেঙ্কারির অভিযোগের সত্যতা তুলে ধরা হয়।

প্রতিবেদনে অবৈধ নিয়োগ বাতিলেরও সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছিলেন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০০৩৪ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৫
এমআইএইচ/কেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।