ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ফরম পূরণে অতিরিক্ত ফি আদায় না করার নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৫
ফরম পূরণে অতিরিক্ত ফি আদায় না করার নির্দেশ

ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষার ফরম পূরণে বিশ্ববিদ্যালয় নির্ধারিত ফি’র অতিরিক্ত অর্থ আদায় না করতে নির্দেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট কলেজসমূহের দৃষ্টি আকর্ষণ করে মঙ্গলবার (০৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।



এতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ লক্ষ্য করেছে যে, বিভিন্ন পরীক্ষার ফরম পূরণের সময় কোনো কোনো কলেজ পরীক্ষার্থীদের কাছ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় নির্ধারিত ফি’র অতিরিক্ত অর্থ আদায় করছে।

বিশ্ববিদ্যালয় নির্ধারিত ফি’র অতিরিক্ত অর্থ আদায় করা থেকে বিরত থাকার জন্য কলেজসমূহের দৃষ্টি আকর্ষণ করা হয় বিজ্ঞপ্তিতে।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৫
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।