ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৫ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৫
রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রামু (কক্সবাজার): কক্সবাজারের রামু উপজেলায় কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৬ এপ্রিল) রাত ১০টার দিকে বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।



এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু-কক্সবাজার (সদর-৩) আসনের সংসদ সদস্য আলহাজ সাইমুম সরওয়ার কমল।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নুরুল হক চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামু উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন, উপজেলা শিক্ষা অফিসার ছালামত উল্লাহ, ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্টো। এছাড়াও বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাজু উদ্দিন, আওয়ামী লীগ নেতা সুখেন্দু বিকাশ বড়‍ুয়া, জাফর আলম সিকদার ও যুবলীগ নেতা পলক বড়ুয়া আপ্পু প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৩৫৮ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।