ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ফি জমার সময় বৃদ্ধি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৫
জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ফি জমার সময় বৃদ্ধি

ঢাকা: প্রথম বর্ষ স্নাতক সম্মান, স্নাতক পাস ও অনার্স প্রফেশনাল কোর্সের রেজিস্ট্রেশন ফি সোনালী ব্যাংকের ‘সোনালী সেবা’র মাধ্যমে জমা দেওয়ার সময় বৃদ্ধি করা হয়েছে। এতে আগামী ৫ এপ্রিল পর্যন্ত ফি জমা দেওয়া যাবে।



বুধবার (০১ এপ্রিল) বিকেলে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।  

এতে বলা হয়, ২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির রিলিজ স্লিপে ভর্তিকৃত ও প্রথম বর্ষ স্নাতক (পাস) এবং প্রথম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল কোর্সে মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি ‘সোনালী সেবা’র মাধ্যমে সোনালী ব্যাংক শাখায় জমা দেওয়ার সময় বাড়ানো হলো। আগামী ৫ এপ্রিল পর্যন্ত ফি জমা দেওয়া যাবে।

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে (www.nu.edu.bd) ও (www.nubd.info) পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।