ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

ভিসির পদত্যাগ দাবিতে বাকৃবি শিক্ষক সমিতির মানববন্ধন

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৫
ভিসির পদত্যাগ দাবিতে বাকৃবি শিক্ষক সমিতির মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাকৃবি (ময়মনসিংহ): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ভিসির পদত্যাগের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষক সমিতি।
 
ভিসির পদত্যাগের দাবিতে আওয়ামী লীগ পন্থি ‘গণতান্ত্রিক শিক্ষক ফোরাম’এর চলমান আন্দোলনে একাত্মতা প্রকাশ পরে এ কর্মসূচি পালন করেছে তারা।


 
সমিতির সভাপতি অধ্যাপক ড. খন্দকার শরীফুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদারের সঞ্চালনায় মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ কর্মসূচি পালিত হয়।
 
মানববন্ধনে বক্তরা বলেন, ভিসির বিরুদ্ধে আনিত অভিযোগ অসত্য প্রমাণের জন্য সময় দিলেও তিনি তার অবস্থান পরিষ্কার করতে ব্যর্থ হওয়ায় এবং পদত্যাগ না করায় মানববন্ধন কর্মসূচি পালন করছে শিক্ষক সমিতি।
 
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. খন্দকার শরীফুল ইসলাম বলেন, কর্মচারী নিয়োগে আর্থিক লেনদেন, অনিয়ম ও দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগের কারণে ভিসির বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ইউজিসির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ে নিয়োগ প্রক্রিয়া স্থগিত করার নির্দেশ দিলেও তড়িঘড়ি করে তিনি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে বিশ্ববিদ্যালয়ের স্থিতিশীলতা নষ্ট করেছেন।
 
ভিসির নারী কেলেঙ্কারির অভিযোগের বিষয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পদে থেকে তিনি এমন কাজ করে শিক্ষক সমাজের মাথা নিচু করেছেন। সার্বিক দিক বিবেচনা করে ভিসিকে পদত্যাগের জন্য ২৪ ঘণ্টা সময় বেধে দিলেও তিনি পদত্যাগ করেন নি। আমরা বাধ্য হয়ে ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছি।
 
বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।