ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

ঢাবি সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসো’র পুর্নমিলনী ১৭ এপ্রিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪২ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫
ঢাবি সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসো’র পুর্নমিলনী ১৭ এপ্রিল

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়  গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুর্নমিলনী আগামী ১৭ এপ্রিল (শুক্রবার) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এতে প্রধান অতিথি হিসেবে এতে উপস্থিত থাকবেন।



অ্যাসোসিয়েশনের সংবাদবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পুর্নমিলনীতে অংশগ্রহনের জন্য সদস্য ৩০০ টাকা দম্পতি ৫০০ টাকা, শিশু ৩০০ টাকা (প্রতিজন) এবং বিভাগের বর্তমান শিক্ষার্থী ৩০০ টাকা  হারে চাঁদা নির্ধারণ করা হয়েছে।

রেজিস্ট্রেশনের জন্য আনোয়ারুল আজিম (০১৭১২৭৯৯২১৪), অসীম কুমার দাশ (০১১৯৬০২৮৬২৪) এবং রেজাউল হাসান আখন্দ (০১৮১১২৫৮৭৮৭) এর সাথে আগামী ১০ এপ্রিলের মধ্যে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। অনুষ্ঠানে কোন অতিথি গ্রহণযোগ্য হবে না বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

আয়োজকরা আরও জানিয়েছেন, অ্যালামনাই অ্যাসোসিয়েশনে নতুন সদস্য অর্ন্তভুক্তি প্রক্রিয়া চলমান রয়েছে। বিভাগের যেসব প্রাক্তন শিক্ষার্থী এখনও সদস্য হননি তাদের সদস্যপদ নেওয়ার আহ্বান জানান তারা। আগ্রহীদের উপরে উল্লিখিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশ সময় ১০৩৮ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।