ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

দেশ বিরোধীদের নিশ্চিহ্ন করতে হবে

মফিজুল সাদিক ও সৈয়দ হাসিবুন নবী | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৪ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৫
দেশ বিরোধীদের নিশ্চিহ্ন করতে হবে প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক

সাভার স্মৃতিসৌধ থেকে: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, স্বাধীনতার ৪৫ বছরে এসেও আমরা স্বাধীনতার প্রধান লক্ষ্য পূরণ করতে পারিনি। এখনও সাধারণ মানুষকে আগুনে পুড়ে মরতে হচ্ছে।

এখন আমাদের একটাই চ্যালেঞ্জ দেশবিরোধী শক্তিকে নিশ্চিহ্ন করতে হবে।
 
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে সাভার স্মৃতিসৌধে ফুল দিতে এসে তিনি এসব কথা বলেন।

ভিসি আরও বলেন, মুক্তিযুদ্ধের সময় সাড়ে সাত কোটি বাঙালি আজ ১৬ কোটিতে পরিণত হয়েছে। গুটিকয়েক মানুষের জন্য সবার স্বপ্ন বিফলে যেতে পারে না। দেশে সবার অধিকার আছে সুস্থ্যভাবে বেঁচে থাকার। সাধারণ মানুষ আজ কেন অগ্নিদগ্ধ হবে।
 
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর আহ্বানে সবাই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। সোনার বাংলা গড়তে পারলে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হবে। সেই সঙ্গে এখন একটাই চ্যালেঞ্জ দেশবিরোধী শক্তিকে নিশ্চিহ্ন করতে হবে।
 
বাংলাদেশ সময়: ০৮৩৮ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৬

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।