ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

নোবিপ্রবির প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ১৯ এপ্রিল

নোবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৫
নোবিপ্রবির প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ১৯ এপ্রিল

নোবিপ্রবি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে আগামী ১৯ এপ্রিল।
 
ওইদিন থেকেই বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের নিয়মিত ক্লাস শুরু হবে।



বুধবার (২৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্লাশ শুরুর ১৫ কার্যদিবসের মধ্যে ক্লাশে উপস্থিত থাকতে হবে। অন্যথায় অনুপস্থিত শিক্ষার্থীর ভর্তি বাতিল হিসেবে গণ্য হবে।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।