ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

কুয়েটে ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্টের উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৫
কুয়েটে ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্টের উদ্বোধন

খুলনা: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্টের।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের নতুন অ্যাকাডেমিক ভবনের এ ব্লকের নিচতলায় ফলক উন্মোচনের মাধ্যমে ইনস্টিটিউটটির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।



উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, দেশের প্রাকৃতিক দুর্যোগপূর্ণ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্ববিদ্যালয় হিসেবে কুয়েট দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণায় অগ্রণী ভূমিকা রাখবে।

ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্টের (আইডিএম) পরিচালক প্রফেসর ড. মো. আবুল বাশারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, পরিচালক, বিভিন্ন হলের প্রভোস্ট এবং শিক্ষকরা।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।