ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

‘শিক্ষাক্ষেত্রে সার্বিক ক্ষতির দায় বিএনপি-জামায়াতের’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৫
‘শিক্ষাক্ষেত্রে সার্বিক ক্ষতির দায় বিএনপি-জামায়াতের’ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: শিক্ষাক্ষেত্রে সার্বিক ক্ষতির দায় বিএনপি-জামায়াতের বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
 
মঙ্গলবার (২৪ মার্চ) সিলেট শিক্ষাবোর্ডের গোডাউন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন পরবর্তী এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।



হরতাল-অবরোধের মধ্যেও উচ্চমাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত বাংলাদেশকে মেধাশূন্য করার চেষ্টা চালাচ্ছে।

সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান একেএম গোলাম কিবরিয়া তাপাদারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল মান্নান খান, গোলাপগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. আশরাফুল আলম খান, জেলা আওয়ামী লীগ নেতা সৈয়দ মিসবাহ উদ্দিন, কেন্দ্রীয় যুবলীগ নেতা অ্যাডভোকেট মোহাম্মদ আব্বাস উদ্দিন, সিলেট শিক্ষাবোর্ড অ্যামপ্লয়িজ ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।