ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

একনেকের অনুমোদন পেল ঢাবির শেখ রাসেল টাওয়ার

ইউনিভার্সিটি কসেরপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৫
একনেকের অনুমোদন পেল ঢাবির শেখ রাসেল টাওয়ার

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মকর্তাদের জন্য আবাসিক সুযোগ বৃদ্ধির উদ্দেশ্যে প্রস্তাবিত ‘শেখ রাসেল টাওয়ার ভবন প্রকল্প’র অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

মঙ্গলবার (২৪ মার্চ) একনেকের এক সভায় এ টাওয়ার ভবন প্রকল্প অনুমোদন করা হয় বলে ঢাবির জনসংযোগ দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।



প্রকল্পটি অনুমোদন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঢাবি পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।